বিদ্রোহী গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন রাজ্যপাল, দুর্নীতি রয়েছে রাজভবনেই ! সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কি ভয়ঙ্কর অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

author-image
Debjit Biswas
New Update
kalyan banerjee1.jpg

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পর, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন। তিনি সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী তৈরি করা এবং রাজভবনে দুর্নীতি করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন।

CV Ananda Bose | lok sabha election 2024 | Kolkata | Kalighat | Maa Kaali | West Bengal

তিনি বলেন,''আমাদের রাজ্যপাল বিদ্রোহকে উৎসাহিত করছেন। তিনি বিদ্রোহী গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন, যাতে তারা রাজ্য সরকারের উপর আক্রমণ করতে পারে। কিছু রাজনৈতিক কর্মীর হাতে পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, এমনকি এক পুলিশ আধিকারিক প্রায় মারাও গিয়েছিলেন। রাজ্যপালের বর্তমান বক্তব্য সেই ধরনের সহিংসতাকে উস্কে দিচ্ছে। রাজভবনে বসে যদি তিনি এমন কথা বলেন, তবে ফৌজদারি ধারা (criminal sections) অবশ্যই আকৃষ্ট হবে।"