কালীপুজোয় কি ঠান্ডা পড়ে যাবে? বের করতে হবে সোয়েটার?

কালীপুজো আসছে। পুজোর আগে কি ঠান্ডা পড়ে যাবে নাকি থাকবে হালকা হালকা গরম? জেনে নিন সেই লেটেস্ট আপডেট। এখানে করুন ক্লিক।

author-image
Anusmita Bhattacharya
New Update
Kali-Puja-202-Date-Time-and-significance-696x447

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শীতের আমেজ ইতিমধ্যেই অল্প হলেও টের পাচ্ছে মানুষ। শীত শীত ভাব থাকলেও আসল শীতের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে সবাইকে। আগামী ৪-৫ দিন আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। কোনওরকম বৃষ্টিপাত হবে না বলেই খবর। আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ৪ নভেম্বর উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলি আছে যেমন মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে।

নভেম্বর মাসের শুরু থেকে ফের তাপমাত্রা ক্রমশ বেড়ে যেতে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করতে পারে আগামী বেশ কিছুদিন। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ দেখা দেবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালোই থাকবে।

hiring.jpg