/anm-bengali/media/media_files/dWhEX09tQhMa79P9zuEp.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শীতের আমেজ ইতিমধ্যেই অল্প হলেও টের পাচ্ছে মানুষ। শীত শীত ভাব থাকলেও আসল শীতের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে সবাইকে। আগামী ৪-৫ দিন আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। কোনওরকম বৃষ্টিপাত হবে না বলেই খবর। আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ৪ নভেম্বর উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলি আছে যেমন মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে।
নভেম্বর মাসের শুরু থেকে ফের তাপমাত্রা ক্রমশ বেড়ে যেতে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করতে পারে আগামী বেশ কিছুদিন। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ দেখা দেবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালোই থাকবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us