/anm-bengali/media/media_files/3gKVjxsVF87rxfy3IlR9.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোয় মনখারাপের কারণ হয়েছিল বৃষ্টি। মনে করা হচ্ছিল, এবার কালীপুজো অন্তত বৃষ্টি-মুক্ত হবে। কিন্তু আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস জানাল, কালীপুজোর সপ্তাহান্তেও ভাসতে পারে বাংলা। শনিবার ও রবিবার, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা জোরালো বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বুধবার প্রকাশিত আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যের আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ— দুই দিকেই বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। যদিও কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কিছুটা বেশি থাকলেও, তেমন অস্বস্তি থাকবে না।
তাপমাত্রার দিক থেকেও শুক্রবার পর্যন্ত তেমন পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাতের দিকে সামান্য ঠান্ডা পড়তে পারে এবং ভোরবেলায় দেখা যেতে পারে হালকা কুয়াশা। বিশেষত দক্ষিণবঙ্গের পশ্চিম অংশে উত্তরো হাওয়ার প্রভাব কিছুটা বেশি থাকবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
তবে শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে নামতে পারে বৃষ্টি।
উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং, এবং সমতলের জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময় বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলবর্তী এলাকাগুলিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
অর্থাৎ, কালীপুজো ও দিওয়ালির আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টির বাগড়া। তবে তার আগে কয়েকদিনের জন্য রাজ্যজুড়ে মিলতে চলেছে পরিষ্কার আকাশ ও স্বস্তির আবহাওয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us