Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/uPiT6gkA7SwAT5XdA6Yq.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গতকাল বাংলায় সভা এবং মিছিল করার পর আজকেও কাকদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আক্রমণ করলেন বাংলার সরকারকে।
/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'তৃণমূল ও ইন্ডিয়া জোট বাংলাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে। বিজেপির বিকাশের কাজ তৃণমূল বলে হতে দেব না। তৃণমূলের একটাই অস্ত্র এটা হতে দেব না। তৃণমূলের জনগণের জন্য চিন্তা নেই। তৃণমূলের একটাই এজেন্ডা সবকিছুতে কাটমানি চাই। বাংলার পরিচয়কে ধ্বংস করছে তৃণমূল। নদী ভাঙন রুখতে আমাদের সরকার টাকা পাঠায়, তৃণমূল সেই টাকা খেয়ে গেছে। প্রতি বুথে তৃণমূলকে সাফ করবেন? তৃণমূলের কাটমানি আর তোলাবাজির সঙ্গেই সম্পর্ক'।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us