অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার

গত বৃহস্পতিবার ২৬ অক্টোবর একযোগে ১২ জায়গায় অভিযান চালায় ইডি। তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি, তাঁর বর্তমান ও প্রাক্তন আপ্তসহায়কের বাড়িও ছিল। সেই অভিযানে প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার হয়।

বর্তমান আপ্তসহায়ক সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলতে মরিয়া

বর্তমান আপ্তসহায়ক অমিত দে ইতিমধ্যেই সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলতে মরিয়া। তিনি ইডিকে জানিয়েছেন, লেনদেন সংক্রান্ত যা কিছু কোনওটাই তাঁর সময়ে হয়নি। প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের সময়ে ঘটেছে।

বলেছিলেন, “আমি বাকিবুরকে চিনি না

বাকিবুর গ্রেফতার হওয়ার পরই যখন বালুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন সামনে আসে, সে সময় সমস্ত দাবি ভিত্তিহীন বলে জানিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু মল্লিক। বালু বলেছিলেন, “আমি বাকিবুরকে চিনি না। বাকিবুরকে আমি কোনওদিনই দেখিনি। সব বাজে কথা বলা হচ্ছে।”