পাশেই জ্যোতিপ্রিয়র পুরনো বাড়ি
ইতিমধ্যে ইডির জেরার মুখে পড়েছেন রামস্বরূপ। সেখানে যাবতীয় সত্যি উগরে দিয়ে এসেছেন তিনি। ষষ্ঠ শ্রেণি পাশ করে পেটের তাগিতে ১৯৯৩ সালে চলে আসেন কলকাতায়। এক আত্মীয়ের সাহায্যে কলেজ স্ট্রিটের ফুটপাথে নরসুন্দরবৃত্তি শুরু করেন। পাশেই জ্যোতিপ্রিয়র পুরনো বাড়ি। সেই সূত্রে পরিচয় হয় তাঁর সঙ্গে।