পাশেই জ্যোতিপ্রিয়র পুরনো বাড়ি

ইতিমধ্যে ইডির জেরার মুখে পড়েছেন রামস্বরূপ। সেখানে যাবতীয় সত্যি উগরে দিয়ে এসেছেন তিনি। ষষ্ঠ শ্রেণি পাশ করে পেটের তাগিতে ১৯৯৩ সালে চলে আসেন কলকাতায়। এক আত্মীয়ের সাহায্যে কলেজ স্ট্রিটের ফুটপাথে নরসুন্দরবৃত্তি শুরু করেন। পাশেই জ্যোতিপ্রিয়র পুরনো বাড়ি। সেই সূত্রে পরিচয় হয় তাঁর সঙ্গে।

তাঁর ওপর আস্থা বাড়তে থাকে ‘সাহেব’এর

বালুদার নির্দেশে প্রয়োজন মতো বাজার থেকে কলাটা - মুলোটা পৌঁছে দিতেন রামস্বরূপ। ক্রমে তাঁর ওপর আস্থা বাড়তে থাকে ‘সাহেব’এর। এর পর তাঁকে পরিচারক হিসাবে নিয়োগ করেন বালু। সেই থেকে বালুর আর্মহাস্ট স্ট্রিটের বাড়িতে পরিচারক হিসাবে কাজ করতে শুরু করেন রামস্বরূপ।

কৃষি দফতরে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী হিসাবে নিয়োগ

২০১৩ সালে তাঁকে কৃষি দফতরে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মী হিসাবে নিয়োগ পাইয়ে দেন জ্যোতিপ্রিয়। এর পর তাঁকে ফ্ল্যাট কেনার জন্য ২০ লক্ষ টাকা দেন বালু।