রেশন দুর্নীতির পাশাপাশি আরো এক দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়! হল ফাঁস

ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এবার তদন্তে আরো এক দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার সূত্র পেল ইডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
jyoti hosss.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি জড়িত রয়েছেন রাজ্যের বিভিন্ন পুরসভাতে হওয়া নিয়োগ দুর্নীতিতেও? এই বিষয়টাই এবার খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখন তদন্ত করে দেখছে যে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় জড়িত থাকার পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতির কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার ধরন, পুরসভাগুলি অবস্থান এবং অনিয়মের সময় খতিয়ে দেখতেই ইডির সন্দেহ বাড়ে। 

ইডি এবার উল্লেখ করেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী থাকার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি পদে যখন ছিলেন তখন নিয়োগগুলি করা হয়। তিনি শাসকদলের জেলা সভাপতি হওয়ায়, ইডি সন্দেহ করছে যে পুরসভাগুলির কার্যকারিতায় তাঁর পরোক্ষ হাত ছিল এবং তাই সংস্থাটি তৎপর হয়েছে তদন্তে। পুরসভার নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক অনুসন্ধান বলছে যে কেন্দ্রীয় সংস্থা একটি নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পেয়েছে যা এই ১০টি পুরসভার মধ্যে বিরাজমান। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগের সংখ্যা অনুমোদিত পদের চেয়ে বেশি এবং এই অতিরিক্ত নিয়োগে বিপুল পরিমাণ অর্থ জড়িত ছিল।

hiring.jpg