'আদালত নিশ্চয়ই মুক্তি দেবে, আমি নির্দোষ', চেঁচিয়ে উঠলেন জ্যোতিপ্রিয়

আজ সোমবার নিজেকে কি নির্দোষ প্রমাণ করতে পারবেন বালু? আদালতের রায়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য।

author-image
SWETA MITRA
New Update
11.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর আগে ফের বড় দাবি করলেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আজ তাঁকে আদালতে পেশ করা হবে । এদিকে আদালতে পেশ করার আগে মন্ত্রীকে কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইডি (ED)-র তরফে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ‘আদালতনিশ্চয়ইমুক্তিদেবে। আমি নির্দোষ।এরাঅন্যায়, অনৈতিককাজকরেছে।