New Update
/anm-bengali/media/media_files/seYzTPqGczuwQ4nH8apk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর আগে ফের বড় দাবি করলেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। আজ তাঁকে আদালতে পেশ করা হবে । এদিকে আদালতে পেশ করার আগে মন্ত্রীকে কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইডি (ED)-র তরফে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ‘আদালতনিশ্চয়ইমুক্তিদেবে। আমি নির্দোষ।এরাঅন্যায়, অনৈতিককাজকরেছে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us