৭ দিন ইডি হেফাজতে পাঠাল আদালত

‘মুক্ত’ হবেন বলেছিলেন আজ। কিন্তু ‘মুক্তি’ মিলল না। ব্যাঙ্কশাল আদালত থেকে আবারও সিজিও কমপ্লেক্সই ঠিকানা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আরও ৭ দিন ইডি হেফাজতে পাঠাল আদালত।

বললেন, সাতদিন বাদে আবার আসছি

এদিন আদালত থেকে বেরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবভাবই আলাদা ‘মন্ত্রীমশাই’য়ের। ডান হাত তুলে বালু বললেন, সাতদিন বাদে আবার আসছি।