Breaking : নজরে মেরুন ডায়েরি! ফের তলব জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে

রেশন দুর্নীতির জাল কত দূর বিস্তৃত? এবার সেটাই মাপতে চাইছে ইডি। ফের তলব করা হল বালুর প্রাক্তন পিএ কে।

author-image
Pallabi Sanyal
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা : রেশন দুর্নীতি মামলায় ফের তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। তার বাড়িতেই তল্লাশির সময় ইডির নজরে এসেছিল মেকুন ডায়েরি। সেই ডায়েরিতেই নাকি দুর্নীতির হিসেব রয়েছে। সোমবার সমস্ত নথি নিয়ে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিজিৎকে। 

hiring.jpg