ভদ্র না অভদ্র কে গ্রেফতার ভাবছি না! মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে শুনানি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তার থেকে আরও একটা প্রশ্ন উঠেছে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
abhijit ganguly justice

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে দীর্ঘ সময় ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করছে ইডি, সিবিআই। এদিকে, এইসব মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সম্প্রতি ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। এই গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই সোমবার আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, "ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না"। অনুমান করাই যায় তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন। কিন্তু অন্য কী ভাবাচ্ছে বিচারপতিকে?

২০২০ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এদিন এস বসু রায় এন্ড কোম্পানির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট সরবরাহ থেকে শুরু করে মূল্যায়ন এবং মেধাতালিকা বানানোর দায়িত্ব দেওয়া হয় এই সংস্থাকে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই সংস্থাকে 'কনফিডেনশিয়াল সেকশন' বলেন। তবে বিচারপতি বলছেন যে পর্ষদের বাইরে থাকা কোনও সংস্থাকে 'কনফিডেনশিয়াল সেকশন' বলা যায় না।