পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে ছুটি কাটাচ্ছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়!

পার্থ চট্টোপাধ্যায়ের লেখা পড়ে সময় কাটাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টি অবাক করার মতোই। কিন্তু আসল বিষয়টি ঠিক কী? ক্লিক করে পড়ুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijit ganguly justice

নিজস্ব সংবাদদাতা: পার্থ চট্টোপাধ্যায়ের লেখা বই পড়ে গরমের ছুটি কাটাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাক হলেন তো? কিন্তু ইনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নন, সমাজবিজ্ঞানী তথা অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়। তিনি ‘সাব-অলটার্ন স্টাডিজ কালেকটিভ’ তথা নিম্নবর্গীয় মানবজাতি সম্পর্কিত ইতিহাস গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি। তাঁর লেখা একটি বই পড়েই গরমের ছুটি কাটাচ্ছেন কলকাতা হাইকোর্টের এই দাপুটে বিচারপতি।

এসএসসি মামলায় মন্ত্রী-কন্যার চাকরি যাওয়া থেকে শুরু করে প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে চাকরি বাতিল করা, নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে গ্রেফতার, বকেয়া পেনশন ও প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত হওয়াদের প্রাপ্য পাওনা আদায়- এই সবটাই নিজে বিচার করেছেন এবং একের পর এক চমকপ্রদ রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।