ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির ডাক দিল জুনিয়র চিকিৎসকরা

রাজ্য সরকারের পক্ষ থেকে থ্রেট কালচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর জন্য ১০ দফা দাবিকে সামনে রেখে আজ থেকে জুনিয়র ডাক্তাররা পুনরায় রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করছে।

author-image
Debapriya Sarkar
New Update
Junior doctors

নিজস্ব প্রতিবেদন : ফের রাজ্য জুড়ে পূর্ণ কর্ম বিরতির ডাক দিল জুনিয়র চিকিৎসকরা। বারবার জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানালেও রাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস দিয়েও রাজ্য সরকার সেই নিরাপত্তা দিতে পারেনি, যার জেরে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার মত কান্ড ঘটে। এই হামলায় স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়। তারপরেই জিবি বৈঠক বসে। ‌ বৈঠকের শেষে ভোরবেলা এই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেয় জুনিয়র চিকিৎসকরা।

Protest

৮ ঘন্টা জিবি বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়েছে, আজ থেকে রাজ্যের সমস্ত হাসপাতালে চলবে পূর্ণ কর্মবিরতি। সরকারি হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা এখনও পর্যন্ত সুরক্ষিত না থাকার কারণে তাদের এই সিদ্ধান্ত। ১০ দফা দাবিকে তারা সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। 

Protest

জুনিয়র ডাক্তারদের দাবি, এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে থ্রেট কালচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এজন্য ১০ দফা দাবিকে সামনে রেখে আজ থেকে তারা পুনরায় রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করছে। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে তারা এই সর্বাত্মক কর্ম বিরতি জারি থাকবে এমনটাই হুশিয়ারি তাদের।