BREAKING: "আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী"- আর্তনাদ চাকরিহারার!

ব্যাপক হট্টগোল হাজরা মোড়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ চাকরিহারাদের। কালীঘাট অভিযান চাকরিহারাদের। বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড পুলিশের। পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরিহারাদের। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন যোগ্য চিহ্নিত না হওয়া চাকরিহারারা। "সমাজের কাছে লাঞ্ছিত আমরা। আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী", বললেন এক বিক্ষোভকারী। 

ssc-scam (1)