BREAKING: চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাঠি, তাদের বিরুদ্ধেই মামলা পুলিশের! আজ থানায় হাজিরার সম্ভাবনা?

১৫ মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার বাঁধে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধরনার আজ ১৫ দিন। ১৫ মে বিকাশ ভবনের সামনে হকের চাকরি ফেরত চেয়ে জুটেছে পুলিশের লাঠি। পুলিশের দ্বারা রক্তাক্ত হওয়ার পরও সেই আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। ৮ জন শিক্ষকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তলব করে বিধান নগর উত্তর থানার পুলিশ। সোমবারের পর আজ অর্থাৎ বুধবারও তলব করা হয়েছে তাদের। এখনও থানায় হাজিরা দেননি কোনও আন্দোলনকারী। হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি ছিল। আইনি পরামর্শ নিচ্ছেন নোটিশ পাওয়া চাকরিহারারা।

তবে আজ হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Jobless teachers protest outside Bengal Education dept hqs continue for 3rd  day - The Economic Times