New Update
/anm-bengali/media/media_files/jETtaxQjmQMm4asf4jz3.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃরাজ্যপালের মুখে 'জয় মা কালী', 'জয় পশ্চিমবঙ্গ'। রবিবার কালীপুজো, আর তার আগে শনিবার ব্যারাকপুর মণিরামপুর ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা দেন তিনি। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "আমরা সকলে কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পালনে ব্রতী রয়েছি। যাবতীয় কালিমা থেকে আমাদের মনকে শুদ্ধ করার এক আদর্শ সময়। মা কালীর শাশ্বত আলোয় আমাদের সামনের পথ আলোকিত হোক। জয় কালী মা, জয় পশ্চিমবঙ্গ।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us