রবিবার সকাল ১০টা-দুপুর ১টা! মমতার মাস্টারস্ট্রোক

এই মুহূর্তে রাজ্যে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা। এর মধ্যেই আবার মমতার জনতার দরবার শুরু হল। প্রতি রবিবার মমতাকে জানান আপনার অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata1

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এর আগে সফল হয়েছে ‘দিদিকে বলো’ কর্মসূচী। সম্প্রতি গ্রামের মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা জানতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীর মাধ্যমে ‘দিদির দূত’রা (Didir Doot) পৌঁছে গিয়েছিলেন মানুষের দুয়ারে। এবার শুরু হতে চলেছে ‘জনতার দরবার’ (Janatar Darbar)।

করোনাকালে এই কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। এবার আবার শুরু হতে চলেছে। কালীঘাটে (Kalighat) মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বাড়িতে ঢোকার রাস্তায় মিলন সংঘ ক্লাবেই এবার থেকে প্রত্যেক রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনতার দরবার বসতে চলেছে। দায়িত্বে রয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। গতকাল এর প্রথম দিন ছিল। এবার কি পঞ্চায়েত ভোট কাঁপাতে দিদির জনতার দরবার আসবে কাজে?