/anm-bengali/media/media_files/iZgXbq2BwML3eeLx79b4.webp)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার কলকাতাতেও চলছে বৃষ্টি। ইতিপূর্বে বৃষ্টির গতিবেগ বেশি থাকলেও বর্তমানে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে ঠাণ্ডা আবহাওয়া বজায় রয়েছে কলকাতায়। যার জেরে স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। কিছুদিনের চলমান তীব্র গরম থেকে মুক্তি পেয়েছেন কলকাতাবাসী। তবে রাত বাড়লে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘমুক্ত হয়ে যাবে। কলকাতায় রাতের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে। ফলে রাতে ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে কলকাতাবাসী স্বস্তিতে ঘুমাতে পারবেন। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।