New Update
/anm-bengali/media/media_files/ttKGTDq1cMQnES8e81qB.jpg)
নিজস্ব সংবাদদাতা - রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে নির্বিচারে হেনস্তা, জুলুম, এবং বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের নিরাপত্তার দাবিতে, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর রাজ্য কমিটির উদ্যোগে আজ, ৩ জুলাই ২০২৫, কলকাতার ধর্মতলায় এক মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচি শুরু হয় ধর্মতলা থেকে শেষ হয় শ্রমমন্ত্রীর দপ্তর পর্যন্ত। এরপর সেখানে তারা ডেপুটেশন জমা দেন। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক ও আইএসএফ (ISF) চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ''দেশের সংবিধান ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/04/whatsapp-image-2025-07-04-at-2025-07-04-11-19-55.jpeg)