/anm-bengali/media/media_files/DHQetUEESSrRnhA5mz6A.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তার নানা মন্তব্যের জন্য প্রায়শয়ই খবরের শিরোনামে থাকেন। বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত এই কুণাল ঘোষকে এবার আমরা এক নতুন ভূমিকায় দেখব। কি সেটি ? জানেন কি ?
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
আসলে এবার তিনি রাজনীতি থেকে একটু বেড়িয়ে সাহিত্য চর্চায় মন দিয়েছেন। রাজনীতিক কুণাল ঘোষের পরিবর্তে এবার আমরা সাহিত্যিক (Writer) কুণাল ঘোষকে দেখতে পাব।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
আর মাত্র দিন কয়েক পরেই বাঙালির প্রিয় দুর্গা পুজো (Durga Puja)। আর এই পুজোতেই এক বাংলা পুজো সংখ্যায় আমরা কুণাল ঘোষের লেখা উপন্যাস পড়তে পারব। তিনি নিজেই তার এক্স হ্যান্ডেলে সেটির একটু ঝলক দেখিয়েছেন। তিনি তাতে পাঠকদের কাছে একথাও জানতে চেয়েছেন যে সেটি কোন বিভাগের উপন্যাস ?
রহস্য রোমাঞ্চ? ক্রাইম থ্রিলার? পুলিশ-সাংবাদিক জুটির গোয়েন্দাকাহিনি? নাকি প্রেমের উপন্যাস? পড়ে সিদ্ধান্ত নিন। আমার পুজোর উপন্যাস শারদীয় সংবাদ প্রতিদিন-এ। pic.twitter.com/auAQeLe7Dn
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us