প্রকৃতি কি কিছু 'সংকেত' দিচ্ছে? এবার দেবীর আরাধনায় 'সংকেত' অন্বেষনে শিকদার বাগান

অভিনব থিম পরিকল্পনায় শিকদার বাগান সাধারণ।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-09-20 at 14.07.58

নিজস্ব সংবাদদাতা: ধরিত্রীর বরদানে মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে উঠলেও, সেই ধরিত্রীকেই যুগে যুগে অবজ্ঞা করে চলেছে মানুষ। মানুষের ইঁট, কাঠ, পাথরের মোহের মাঝে হারিয়ে যাচ্ছে প্রকৃতির আসল শোভা।

ফলে কোথাও গিয়ে কি রুষ্ট হচ্ছে প্রকৃতি? সেই সংকেতই কি দিচ্ছে সে? এবার দেবীর আরাধনায় সেই 'সংকেত' অন্বেষন করছে শিকদার বাগান ক্লাব তার ভাবনার মাধ্যমে। 

এবছর তাদের অভিনব ভাবনায় রয়েছে মানস দাস। ১১৩ বছরে পা দিয়েছে এবছরে তাদের পুজো। এবছর তাদের পুজোর বাজেট প্রায় ৫০ লক্ষ। সৈকত বসুর  পরিকল্পনায় এবছর সেজে উঠবেন তাদের দেবী। আগামী ২৪ তারিখ উদ্বোধন হবে তাদের দুর্গাপুজো।