বাংলার মানুষের জন্য লাভজনক

মালদা টাউন রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ। আমূল বদলে যাচ্ছে মালদা টাউন স্টেশন। আগামিদিনে আজকের মালদা টাউন স্টেশন এবং ভবিষ্যতের পরিকল্পিত মালদা টাউন স্টেশনের মধ্যে যে বিপুল পার্থক্য থাকবে, তা বাংলার মানুষের জন্য লাভজনক।

মোট বিনিয়োগ হতে চলেছে ৪৩ কোটি টাকা

কেন্দ্রীয় সরকার অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কার্যকল্পের আমূল পরিবর্তন আনতে চলেছে, যার মধ্যে মালদা টাউন একটি অন্যতম স্টেশন। তেমনটাই খবর রেল সূত্রের৷ এক্ষেত্রে মোট বিনিয়োগ হতে চলেছে ৪৩ কোটি টাকা।