/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-image-2025-11-28-16-09-58.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উত্তপ্ত প্রতিবেশী দেশগুলির পরিস্থিতির মধ্যে ভারতের সামরিক প্রস্তুতির স্পষ্ট বার্তা মিলল পূর্ব উপকূল থেকে। বৃহস্পতিবার শক্তিশালী মিসাইলবাহী দুই যুদ্ধজাহাজ আইএনএস কোরা ও আইএনএস খঞ্জর নোঙর করল কলকাতা বন্দরে। এই দুই যুদ্ধজাহাজের কলকাতায় উপস্থিতিকে শুধু সামরিক মহড়ার অংশ বলে দেখছে না প্রতিরক্ষা মহল। বরং, শত্রুপক্ষের উদ্দেশে “স্বল্প নোটিসেই ভারত পাল্টা আঘাত হানতে প্রস্তুত”—এই বার্তাই স্পষ্ট করে দেওয়া হল বলেই মত বিশেষজ্ঞদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-image-pm-2025-11-28-16-10-27.jpeg)
পি-২৫এ শ্রেণির প্রথম মিসাইল কর্ভেট আইএনএস কোরা তৈরি করা হয়েছে সম্পূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ যুদ্ধপরিস্থিতিতে কাজ করার জন্য। এর মূল কাজই হল সমুদ্রপথে শত্রুপক্ষের জাহাজ কিংবা উপকূলভিত্তিক সামরিক স্থাপনায় সারফেস-টু-সারফেস মিসাইল হামলা চালিয়ে প্রথম আঘাত হানা। অর্থাৎ যুদ্ধ শুরু হলে প্রাথমিক আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র এই জাহাজ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-im-2025-11-28-16-10-46.jpeg)
অন্যদিকে, খুখরি শ্রেণির যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর পূর্ব নৌবহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। সারফেস-টু-সারফেস মিসাইলে সজ্জিত এই জাহাজের বিশেষ ক্ষমতা হল কাছাকাছি দূরত্বে শত্রুর মিসাইল আক্রমণ প্রতিহত করা। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজ কার্যত আকাশপথে আসা কোনও হুমকিকেই সহজে ঢুকতে দেবে না বলে দাবি নৌসেনার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-2025-11-28-16-11-15.jpeg)
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই দুই যুদ্ধজাহাজের কলকাতা বন্দরে নোঙর করা কাকতালীয় নয়। বর্তমান সময়ে যখন আশপাশের একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত উত্তেজনা চলছেই, তখন এই পদক্ষেপ ভারতের পূর্ব সীমান্ত ও বঙ্গোপসাগর এলাকায় সামরিক শক্তির প্রদর্শন বলেই ধরা হচ্ছে। বিশেষত, পূর্ব উপকূলকে ঘিরে যে কোনও ধরনের অনুপ্রবেশ বা আকস্মিক হামলার মোকাবিলায় ভারত যে সম্পূর্ণ প্রস্তুত, সেই বার্তাই কার্যত স্পষ্টভাবে তুলে ধরা হল।
নৌসেনা সূত্রে খবর, এই দুই যুদ্ধজাহাজ কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে অতি স্বল্প সময়ের মধ্যেই আক্রমণাত্মক অভিযানের জন্যও প্রস্তুত। আধুনিক রাডার, মিসাইল লঞ্চিং সিস্টেম ও যুদ্ধ ব্যবস্থাপনায় সজ্জিত এই জাহাজগুলি ইতিমধ্যেই পূর্ব নৌবহরের কৌশলগত শক্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/28/whatsapp-im-2025-11-28-16-11-39.jpeg)
কলকাতা বন্দরে এই দুই যুদ্ধজাহাজের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। বন্দরের আশেপাশে দূর থেকেই বিশাল আকারের যুদ্ধজাহাজ দু’টিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই দৃশ্য আসলে শত্রুদের জন্য একটি সতর্কবার্তা—ভারত নীরবে নজর রাখছে, এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানতে এক মুহূর্তও দেরি করবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us