নিজস্ব সংবাদদাতা: ক্যামাকস্ট্রিটের একটি অফিসে আয়করের হানা ঘিরে উত্তেজনা। আয়কর দফতরের আধিকারিকরা অফিসের কর্মীদের ক্ষোভের মুখে পড়েন। অফিস কর্তৃপক্ষের অভিযোগ, আয়কর দফতরের আধিকারিকদের ব্যবহার সন্দেহজনক ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাল দিতে আসে শেক্সপিয়র থানায় পুলিশ। জানা যায়, আয়কর দফতরের আধিকারিকরা মুম্বই থেকে এসেছেন। গত শনিবার থেকে টানা তিন দিন অফিসটিতে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। আয়কর দফতর অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ নিয়ে এসেছে।