সপ্তাহ শেষেই ফের পাল্টাতে চলেছে আবহাওয়ার মুড

পশ্চিমী ঝঞ্ঝার জেরে সপ্তাহ শেষেই ফের পাল্টাতে চলেছে আবহাওয়ার মুড। সাময়িক বিরতির পর ফের ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ জেলায় জেলায়। এদিকে বৃষ্টির সম্ভাবনা কমলেও আজ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা। কী হতে চলেছে আগামী তিনদিন?

দিন দুয়েক আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে জেলাগুলিতে

আবহাওয়ার পূর্বাভাস বলছে আংশিক মেঘলা আকাশের পরিবর্তে পরিষ্কার আকাশের সম্ভাবনা আজ। দিন দুয়েক আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে জেলাগুলিতে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টির বেশি সম্ভাবনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলায়।