আগামিকাল থেকে ফের উত্তর পশ্চিমের হাওয়া বইবে

বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিহার ঝাড়খন্ডে। উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বজ্রগর্ভ মেঘ। এই বজ্রগর্ভ মেঘ ক্রমশ পশ্চিমের জেলা থেকে উপকূলের জেলাতে এই ক্লাউড মাস আসবে। আগামিকাল থেকে ফের উত্তর পশ্চিমের হাওয়া বইবে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা একই রকম থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া ; বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এখনই ঝড়বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের

ক্রমে লাফিয়ে-লাফিয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের৷ কোথাও কোথাও সোমবার সকালে সামান্য বৃষ্টি হলেও বেলা বাড়তেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দ্রুত৷ আর এবার নতুন করে বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর৷ এখনই ঝড়বৃষ্টি থেকে মুক্তির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কয়েকদিন ধরে৷ সেই সম্ভাবনা থাকছে সোমবারও৷ কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সপ্তাহের বিভিন্ন সময়ে দফায়-দফায় বৃষ্টিপাত হবে৷