BREAKING: ধর্ষণ কাণ্ডের জের ! বড় বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইআইএম (IIM)

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আইআইএম (IIM) কলকাতায় ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের জেরে এবার এক বড় ধরণের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইআইএম (IIM)। এই বিবৃতিতে জানানো হয়েছে যে,''আমাদের প্রতিষ্ঠানের এক ছাত্রকে কেন্দ্র করে,সম্প্রতি একটি গুরুতর অভিযোগের বিষয়ে আইআইএম (IIM) কলকাতার প্রশাসন অবগত হয়েছে। অভিযোগকারী ব্যক্তি আইআইএম-এর ছাত্র নন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে পূর্ণ সহযোগিতা করছি। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তির মর্যাদা, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা হবে।”

GvqhQ0BWQAAdpz9
IIM