নিজস্ব সংবাদদাতা: আচমকা শীত আর নেই। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। তবে রাত পেরোতেই আবহাওয়া পাল্টে যাবে। আবহাওয়া বলছে যে রবিবার থেকেই তাপমাত্রা কমবে। ফলে কিছুটা ছন্দে ফিরবে শীত। আজ অর্থাৎ রবিবার রাজ্যের ২ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমে যাবে। আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে নেমে যাবে। তারপরের ২ দিনে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বেড়ে যাবে। ২৮ জানুয়ারি দার্জিলিং, কালিম্পঙে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা।