/anm-bengali/media/media_files/2024/10/24/Rt0b9085oiFFGUnTTAV2.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার একটি পোস্ট সামনে এনে শোরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ। যেখানে বলা হয়েছে, "কুণাল ঘোষের সাথে তিলোত্তমার থেকেও ভয়ঙ্কর অবস্থা হউক এটাই কামনা করি"। এবার এর পাল্টা জবাবও দিয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, "সিপিএমের পোস্ট। এরা নাকি ব্যক্তি আক্রমণ করে না, ব্যক্তিকে ভয় পায় না, নীতিনিষ্ঠ। কয়েকদিন আগে ওদের নেতা বিমান বসুকে নিয়ে একটি অন্যায্য পোস্টে আমি আপত্তি করে পোস্ট করি। তারপর অনেকেই সৌজন্য দেখিয়ে বিমানবাবু সংক্রান্ত পোস্ট ডিলিট করেন। কিন্তু কমরেডদের আচরণ দেখুন। আমি খুশি যে ওরা আমাকে শত্রু মনে করে। সামলাতে পারে না বলেই এসব জ্বলুনির পোস্ট। এতে এদের আসল চেহারাটাও মুখোশ খুলে বেরিয়ে আসল। কমরেডস, মানসিক অবসাদ থেকে এসব চালিয়ে যাও। আমি উপভোগ করছি"।
সিপিএমের পোস্ট। এরা নাকি ব্যক্তি আক্রমণ করে না, ব্যক্তিকে ভয় পায় না, নীতিনিষ্ঠ।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 23, 2024
কয়েকদিন আগে ওদের নেতা বিমান বসুকে নিয়ে একটি অন্যায্য পোস্টে আমি আপত্তি করে পোস্ট করি। তারপর অনেকেই সৌজন্য দেখিয়ে বিমানবাবু সংক্রান্ত পোস্ট ডিলিট করেন।
কিন্তু কমরেডদের আচরণ দেখুন। আমি খুশি যে… pic.twitter.com/boNotl4HCh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us