/anm-bengali/media/post_banners/s1TpNJbpgUeZ15mMrpWE.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের আবহে এবার ফের একবার গর্জে উঠলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রেসিডেন্সি কলেজের ডাকা রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বস্তিকা। সেখানে তিনি জানান, '' একটা মহিলাকে গালাগাল দিতে হলে বেশ্যা কথাটা সর্বশ্রেষ্ঠ গালাগাল। আমারা, মহিলারা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, তাদের তো বলাই হয় যে বেশ্যাবৃত্তি করে তারা কেরিয়ারে এগোয়। আমার ২৪ বছরের কেরিয়ারে আমি বেশ্যা, এই কথাটা এতবার শুনেছি যে এখন আর গায়ে লাগে না। আমার মতো হয়ত অনেকেই শুনেছেন, এটা এখন গা সওয়া হয়ে গেছে। ''
এরপরেই তিনি তৃণমূলের কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে উদ্যেশ্য করে কটাক্ষ করেন। তিনি বলেন, '' এঁরা নাকি সরকারের মুখপাত্র, কিন্তু এরা মুখ দিয়েই বাতক্রিয়া কর্ম করেন। '' তবে শুধুমাত্র এদেরকে কটাক্ষ করেই থেমে থাকেননি তিনি। তার নিশানায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, '' একমাস হয়ে গেছে এই লজিকে গেলে তো আমাদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করা উচিত নয়। ২১ জুলাই উদযাপন করা উচিত নয় কারণ এগুলো অনেকদিন আগে হয়ে গেছে। ''
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, দেশ জুড়ে আজ আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে নেতামন্ত্রী সকলেই ধিক্কার জানিয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তাররা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us