/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। আর ফল বেরোতেই তৈরি হল নয়া রেকর্ড। এই বছর মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ—২০১১ সালের পর থেকে এটিই সর্বোচ্চ। গতবার ওই হার ছিল ৯০.৭৯ শতাংশ। সেমেস্টার ভিত্তিক নতুন পদ্ধতি, তার ওপর সেপ্টেম্বরেই পরীক্ষা—সব বাধা পেরিয়ে নজির স্থাপন করল বাংলা। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, “ভারতে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিল বাংলা, চ্যালেঞ্জ ছিল, কিন্তু সফলভাবে প্রক্রিয়া সম্পন্ন করা গেছে।”
মেধাতালিকায় মোট ৬৯ জনের নাম। এর মধ্যে পুরুলিয়ার দুই পড়ুয়া—প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা—যুগ্মভাবে প্রথম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৬৬ জন ছাত্র এবং মাত্র ৩ জন ছাত্রী। বিষয়ভিত্তিক হিসাব বলছে, ৬৮ জনই বিজ্ঞান বিভাগের, আর ১ জন বাণিজ্য বিভাগ থেকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/31/hs-result-2025-10-31-13-11-45.png)
বিভাগভিত্তিক পাশের হারেও বিজ্ঞান এগিয়ে—৯৮.৮ শতাংশ। বাণিজ্যে ৯৮.১৯ শতাংশ এবং কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। জেলা ভিত্তিতে সবার ওপরে দক্ষিণ ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে নদিয়া।
উচ্চ মাধ্যমিকের প্রথম ধাপের পরীক্ষা হয়েছিল ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। মাত্র ৩৯ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ—এটাও নজির। দুপুর দুইটা থেকে সংসদের পোর্টালে নম্বর জানা যাচ্ছে। তবে কোনও হার্ডকপি মার্কশিট এখনই দেবে না সংসদ। ডিজিটাল মার্কশিট দেখেই নম্বর জানতে হবে।
ফল দেখতে পরীক্ষার্থীরা সরাসরি যেতে পারেন সরকারি সাইটে—result.wb.gov.in। দুপুর গড়াতেই রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। বাড়িতে উৎসবের আবহ—বিশেষ করে পুরুলিয়ায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us