/anm-bengali/media/media_files/ixJnYDJlYhgnvj1hVbnf.jpg)
নিজস্ব সংবাদদাতা: "আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না।আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম। কিন্তু এরা আমাকে ছাড় দিল না"- নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী বুথ স্তরের আধিকারিকের সুইসাইড নোটের বয়ান। এসআইআর সংক্রান্ত কাজের চাপে একান্ন বছরের রিঙ্কু তরফদারের এই বেদনা বিদারক সুইসাইড নোট তারই দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে। এরপরে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি প্রশ্ন, "এসআইআর-এর জন্য কত প্রাণ যাবে?"
মুখ্যমন্ত্রী লেখেন, "আরও এক জন ব্লিও-র মৃত্যু জানতে পেরে গভীরভাবে শোকাহত, একজন মহিলা পাড়া-শিক্ষক, যিনি আজ কৃষ্ণনগরে আত্মহত্যা করেছেন। এসি ৮২ চাঁপড়া, পার্ট নাম্বার ২০১-এর ব্লিও, শ্রীমতি রিঙ্কু তারাফদার, আত্মহত্যার আগে তার নিজের নোটে ইসি-কে দোষারোপ করেছেন (কপি এখানে সংযুক্ত করা হলো) এবং আজ তার বাসভবনে আত্মহত্যা করেছেন। আর কত জীবন হারাবে? এজন্য আরও কতজনকে মারা যেতে হবে, স্যার? এই প্রক্রিয়ায় আমরা আরও কত মৃতদেহ দেখব? এটা এখন সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠেছে!!"
Profoundly shocked to know of the death of yet another BLO, a lady para- teacher,who has committed suicide at Krishnanagar today . BLO of part number 201 of AC 82 Chapra, Smt Rinku Tarafdar, has blamed ECI in her suicide note ( copy is attached herewith) before committing… pic.twitter.com/xG0TyD4VNy
— Mamata Banerjee (@MamataOfficial) November 22, 2025
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069632.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us