BREAKING: আগেও অভিযোগ, কিভাবে কলেজে ভর্তি হল মনোজিৎ? বিজেপির প্রশ্ন

কে তুলল এই প্রশ্ন?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কসবা কাণ্ডে তোলপাড় রাজ্যে। বাংলায় এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অনুসন্ধান দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং এবং ২ বিজেপি সাংসদ বিপ্লব দেব ও মনন মিশ্র। তাদের অনুসন্ধানের পর কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং বলেন, "এক মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে এফআইআর হচ্ছে না। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও এরকম ঘটনা বাড়ছে। মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও চারবার অভিযোগ। কিভাবে ভর্তির সুযোগ পেল সে?"

मोदी सरकार के मंत्री का सपना- पद ग्रहण करते वक्त राष्ट्रपति लें वेदों की  शपथ | Jansatta