New Update
/anm-bengali/media/media_files/5JtoJTMyvW5y6aE24JzS.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অনশন-এর ফলে অনিকেতের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়। তাকে যার ফলে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়।অনিকেত মাহাতোর অনিয়মিত হৃদ স্পন্দন রয়েছে, তার ঘাম হচ্ছে, তার প্রেসার নিয়ে সমস্যা রয়েছে। তবে আইসিইউতে চিকিৎসা চলছে।
/anm-bengali/media/media_files/SdewOa7WTqFdmfsFs5PN.png)
আরজি কর হাসপাতালে সিনিয়র আর জুনিয়র ডাক্তাররা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে অনিকেতের চিকিৎসা শুরু করে দিয়েছে। প্রয়োজনে তাকে আইসিইউ থেকে সিসিইউতেও পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তার শারীরিক প্যারামিটার পরীক্ষা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us