উচ্চ-মাধ্যমিকের ছন্দপতন, সেপ্টেম্বরেই শুরু প্রথম সেমিস্টার

মোট ২ হাজার ১০৬টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সেপ্টেম্বর মাসেই শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার থেকে শুরু হওয়া প্রথম সেমিস্টারে পরীক্ষায় বসছে প্রায় ৬ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী। গতবারের বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় যেখানে পরীক্ষার্থী ছিলেন ৫ লক্ষ ৯ হাজার, সেখানে এবার সংখ্যা বেড়ে দাঁড়াল দেড় লক্ষাধিক বেশি।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে মোট ২ হাজার ১০৬টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। এর মধ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মূলদ্বার থেকে পরীক্ষা হল পর্যন্ত কড়া নজরদারির ব্যবস্থা থাকছে। কোনও বৈদ্যুতিক যন্ত্র, যেমন মোবাইল ফোন বা ক্যালকুলেটর নিয়ে হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে।

এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ওএমআর শিটে। প্রশ্নপত্র হবে সম্পূর্ণ MCQ ভিত্তিক এবং মূল্যায়ন করবে মেশিন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের OMR শিট দেখতে পাবেন।

fff

জাতীয় শিক্ষানীতির প্রভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী এ বছরের পরীক্ষা একাদশ-দ্বাদশ মিলিয়ে তৃতীয় সেমিস্টার এবং দ্বাদশের নিরিখে প্রথম সেমিস্টার। আগামী বছর হবে দ্বিতীয় সেমিস্টার।

সোমবার সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে হাজির থাকতে বলা হয়েছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায় এবং চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।