New Update
/anm-bengali/media/media_files/wNZlVyI6gesCRZvneKwA.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ কলকাতা হাইকোর্টে আবারও শুনানি হবে আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক অভয়া হত্যা মামলায়। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ সিবিআইকে তাদের কেস ডায়েরি পেশ করতে হবে।
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)
অভয়ার মা-বাবা নতুন করে তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের অনুমতি মেলায়, গত সোমবার থেকে মামলার শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিনেই একাধিক প্রশ্নের মুখে পড়ে সিবিআই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us