Egra Blast: ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী! জিতে গেলেন মমতা?

পূর্ব মেদিনীপুরের এগরায় হওয়া ভয়ংকর বিস্ফোরণের কাণ্ডের পর এনআইএ তদন্তের দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে রায় দিল কলকাতা হাইকোর্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata suvendu

নিজস্ব সংবাদদাতা: এগরায় বিস্ফোরণের (Egra Blast) কাণ্ডে এখনই এনআইএ (NIA) তদন্ত করতে নামবে না। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আরজি খারিজ করে এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আপাতত তদন্ত করে সিআইডি (CID) ১২ জুন রিপোর্ট জমা দেবে। এই ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে চলেছে সিআইডি নিজেই। শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের আরজি খারিজ করে দিয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

একদিকে যেখানে শুভেন্দু অধিকারী এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছিলেন সেখানে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের দাবি করেছিলেন। একে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নৈতিক জয় হিসেবে দেখা যেতে পারে কিনা এই নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ।