New Update
/anm-bengali/media/media_files/rhIDaXBEogDjEz1qaYkz.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা ১৭ তারিখ পর্যন্ত বৃদ্ধি করলো আলিপুর আবহাওয়া দফতর (Weather Department)। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে (South Bengal Districts) ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল অবধি তাপপ্রভাব চলার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বার এত লম্বা গরম থাকে না। গত পাঁচ বছরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে ঠিকই, কিন্তু এক বা দু'দিন ছিলো তার দাপট। গত বছর এপ্রিল মাসের ৩০ তারিখে প্রথম ঝড়বৃষ্টি হয়েছিলো। সবচেয়ে বেশি প্রভাব পড়বে স্বাস্থ্য ও কৃষিকাজের উপর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us