/anm-bengali/media/media_files/2025/11/21/whatsapp-image-2025-11-21-at-175902-2025-11-21-19-50-45.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ভয়াবহ সন্ত্রাস-বিরোধী হামলার পর সারা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। সেই প্রেক্ষিতে আরও শক্ত করা হল রেল নিরাপত্তা। গত ২০ নভেম্বর শিয়ালদহ স্টেশনের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখলেন পূর্ব রেলের আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয় নন্দন সিনহা।
ভারতের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহে প্রতিদিন বিশাল সংখ্যক যাত্রী ওঠানামা করেন। সেই কারণেই রেল সুরক্ষা বাহিনীর (RPF) কাছে এই স্টেশনের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এই পরিস্থিতিতে স্টেশনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি পদ্ধতি এবং RPF-এর কার্যক্রম পরিদর্শন করেন আইজি সিনহা।
তিনি বিশেষভাবে জোর দেন - স্টেশনের প্রতিটি অংশে সিসিটিভি ও FRS (Face Recognition System)-এর সুচারু মনিটরিং, ব্যাগেজ স্ক্যানারের কার্যকারিতা আরও বাড়ানো, যাত্রীদের ইনবাউন্ড ও আউটবাউন্ড গতিপথে সুশৃঙ্খল নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে কড়া নজরদারি এবং স্টেশনের সার্কুলেটিং এলাকায় আলোকসজ্জা উন্নত করার নির্দেশ, যাতে সিসিটিভি ফুটেজ আরও স্পষ্ট হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/21/whatsapp-image-2025-11-21-at-17592-2025-11-21-19-38-39.jpeg)
এছাড়াও, তিনি ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় যাত্রীদের গোপনীয়তা রক্ষার ওপরও গুরুত্ব দেন, যাতে অন্য যাত্রীরা লাগেজের ভেতরের সামগ্রী দেখতে না পারেন।
এদিন শিয়ালদহ স্টেশনে আরও দুই কোম্পানি RPSF মোতায়েন করা হয়। একইসঙ্গে স্নিফার ডগ ও বিস্ফোরক শনাক্তকারী কুকুর-দলকে যেকোনও সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখতে বলা হয়। পরিদর্শনের সময় শিয়ালদহ ডিভিশনের সিনিয়র RPF আধিকারিকরা আইজি সিনহার সঙ্গে ছিলেন বলেই জানা যাচ্ছে।
এদিন রেলওয়ের পক্ষ থেকে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে—যদি কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ চোখে পড়ে, তবে অবিলম্বে কর্তৃপক্ষকে জানানোর জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us