দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়, সঙ্গে ঝোড়ো হাওয়া

দুপুর হতে না হতেই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বলা হয়েছিল, হাওড়া ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
rain koll.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আচমকাই বদলে গেল আবহাওয়া। প্রবল বর্ষণ (Rainfall) শুরু হল কলকাতা শহরজুড়ে। আজ দুপুর ঘড়ির কাঁটা ১ঃ৪৫ হতেই প্রবল বৃষ্টি শুরু হয় শহরে। ইতিমধ্যে একাধিক জায়গায় জল জমতে শুরু করেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা এক বুলেটিনে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।