কলকাতাঃ আজও তুমুল বৃষ্টি! সাবধান

আজও তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
kolkata rain n.jpg

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা তার অবস্থান বদল করছে। আর তার জেরে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ আজ সারাদিন বৃষ্টি হবে মহানগরে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আজ সকাল ৮টা থেকে হালকা বৃষ্টিপাত হবে, তারপর দুপুর ২টো থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং বিকেল ৫টার পর থেকে সারারাত মাঝারি বৃষ্টিপাতে ভিজবে শহর।