/anm-bengali/media/media_files/2025/08/20/heavy-rain-gujarat-2025-08-20-09-31-52.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আগে কলকাতা ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর মাসজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দফতরকে সতর্ক করা হয়েছে।
মৌসম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সাতদিন আগে বৃষ্টির গতিপ্রকৃতি ভালোভাবে বোঝা যায়। তবে মাসজুড়ে আভাস পাওয়া সম্ভব। গঙ্গেয় পশ্চিমবঙ্গ, যার মধ্যে কলকাতাও পড়ে, সেখানে সেপ্টেম্বরের বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, “দুর্গাপুজোর সময় বর্ষা পুরো ছন্দেই থাকবে। বর্ষার বিদায় হবে অক্টোবরের ১০ তারিখের পরে। এবারের পুজো অনেক আগে হওয়ায় বর্ষার মধ্যেই পড়ছে।” তবে পুজোর নির্দিষ্ট দিনগুলোতে কতটুকু বৃষ্টি হবে তা এখনই বলা যাচ্ছে না।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলে পৌঁছাবে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।
পশ্চিম ও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি:
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টি
বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি
দমকা হাওয়া ৩০-৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত
শনিবার ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার আবার বেড়ে যেতে পারে
উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি চলবে
তুলনামূলকভাবে উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us