New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
নিজস্ব সংবাদাতা: কলকাতায় সোমবার রাত থেকে যে ভয়ঙ্কর বৃষ্টি নামল, তা মেঘ ভাঙা বৃষ্টি নয়—বরং নিম্নচাপের প্রভাবেই এই অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির পরিমাণ দাঁড়িয়েছে ২৫১ মিলিমিটার, যা প্রায় রেকর্ড ছুঁইছুঁই। কিন্তু এখানেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় আবারও বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে পুজোর মুখে মানুষ ভাবনায় পড়েছেন—তাহলে কি এবারের আনন্দে জল ঢালবে অতি বৃষ্টি? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/oPx1qBYO6pgaIoVAkSxU.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us