New Update
/anm-bengali/media/media_files/wUy8CcLRtE5vtzulUBHE.png)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: অত্যধিক গরমের মধ্যেই কলকাতা-সহ রাজ্যজুড়ে দফায় দফায় লোডশেডিং শুরু হয়ে গেছে। ফলে জায়গায় জায়গায় বিক্ষোভ, রাস্তা অবরোধের পথে স্থানীয় বাসিন্দারা। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে সিইএসসি-র সঙ্গে (CESC) বৈঠকে বসলেন বিদ্যুৎমন্ত্রী (Power Minister West Bengal) অরূপ বিশ্বাস। বুধবার থেকেই একটি কন্ট্রোলরুম (Control Room) চালু করল রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম লিমিটেড (WBSEDCL)। যে দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তার নম্বর হল, ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪। বিদ্যুৎ সংক্রান্ত যে কোনও অভিযোগ ২৪ ঘণ্টাই জানাতে পারবেন এখানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us