/anm-bengali/media/media_files/Ca6FgMlT2h1bn1dXKG0c.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)।
/anm-bengali/media/media_files/QWj59pevk0rFRyNMMbKm.jpg)
ইতিমধ্যে শহরের পুজো কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই কিন্তু হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব (Haridevpur Vivekananda Park Athletic Club)।
/anm-bengali/media/media_files/pqYHgEx2FtONxiNuD5Ln.jpg)
প্রতি বছরের ন্যায় এ বছরও তাঁদের থিমে রয়েছে বিশেষ চমক। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো এবার ৫৩ বছরে পদার্পণ করল। এবারের তাঁদের থিম হল ‘বিবেক’।
/anm-bengali/media/post_attachments/LIVd5f1UkCgA1PDui4Ak.jpeg)
বর্তমান সমাজের বুকে দাঁড়িয়ে মানুষে মানুষে যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানির মাঝে কোথায় যেন বিবেক হারিয়ে যাচ্ছে। এবার তাকেই হাতিয়ার করে এ বছর নয়া চমক নিয়ে হাজির হতে চলেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব।
/anm-bengali/media/media_files/RcuPkE1bQ6EYGCDOJmOm.jpg)
চলতি বছরের এই পুজো কমিটির থিমের দায়িত্বে শিল্পী সুরজ ভট্টাচার্য। প্রতিমা শিল্পী পরিমল পাল। ক্লাবের তরফে দাবি করা হচ্ছে, এবারের প্রতিমাতেও চমক থাকছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us