মায়ের আগমনে 'বিবেক' জাগ্রত করার চেষ্টা এই পুজো কমিটির

১৪ অক্টোবর পড়েছে মহালয়া। ২০ অক্টোবর পড়েছে ষষ্ঠী। ২১ অক্টোবর পড়েছে সপ্তমী। ২২ অক্টোবর পড়েছে অষ্টমী। ২৩ অক্টোবর পড়েছে নবমী। ২৪ অক্টোবর পড়েছে দশমী।

author-image
SWETA MITRA
New Update
vive.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)।

vive 2.jpg

ইতিমধ্যে শহরের পুজো কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই কিন্তু হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব (Haridevpur Vivekananda Park Athletic Club)।

vive 3.jpg

প্রতি বছরের ন্যায় এ বছরও তাঁদের থিমে রয়েছে বিশেষ চমক। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো এবার ৫৩ বছরে পদার্পণ করল। এবারের তাঁদের থিম হল ‘বিবেক’

impact

 বর্তমান সমাজের বুকে দাঁড়িয়ে মানুষে মানুষে যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানির মাঝে কোথায় যেন বিবেক হারিয়ে যাচ্ছে। এবার তাকেই হাতিয়ার করে এ বছর নয়া চমক নিয়ে হাজির হতে চলেছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব।

vive 4.jpg

 চলতি বছরের এই পুজো কমিটির থিমের দায়িত্বে শিল্পী সুরজ ভট্টাচার্য। প্রতিমা শিল্পী পরিমল পাল। ক্লাবের তরফে দাবি করা হচ্ছে, এবারের প্রতিমাতেও চমক থাকছে।