New Update
/anm-bengali/media/media_files/2025/09/23/549199848_1105621328350302_2210038914089636794_n-2025-09-23-17-53-20.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৫৭তম বর্ষে পড়ল হরিদেবপুর আদর্শ সমিতির এবছরের পুজো। এবছর তাঁদের থিম ‘বিলাসী’। এবছর তারা বিলাসী বলতে বোঝাচ্ছে উনিশের দশকের বাবু সম্প্রদায়কে। যেখানে ঘরে ঘরে দেখা মিলত বাবুয়ানা চরিত্রের। সেই সময়কার বাবুদের রকম-সকম, নর্তকী মহলে উঠবোস সেই সবই এবার ফুটে উঠেছে আদর্শ সমিতির পুজো মণ্ডপে।
মণ্ডপে মা স্বয়ং মা সারদা দেবীর রূপে অধিষ্ঠিত রয়েছেন। একই সাথে পুরনো কলকাতার যে ম্যাপ ছিল, সেই ম্যাপকেও মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/552664116_1105619891683779_8711482927666655501_n-2025-09-23-17-50-10.jpg)
বাজেট মাত্র ৯ লাখ, আর তার মধ্যেই এই সম্পূর্ণ বিষয়টি ফুটিয়ে তুলেছে হরিদেবপুর আদর্শ সমিতি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/23/549515550_1105619838350451_5263848202687814472_n-2025-09-23-17-50-47.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us