ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর

উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে ৪০ কিমি ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৯ জেলায়। পশ্চিমের জেলাগুলি-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আগামী দু’দিন তাপমাত্রা সামান্য কমতে পারে

নদিয়া এবং হুগলি জেলার কিছু অংশেও আগামী দু’ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি ও সঙ্গে ৪০ কিমি ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। কাল থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আগামী দু’দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে ফের বাড়বে তাপমাত্রা।