বাড়িতেই গাঁজার চাষ, হোগলবাড়িয়ার ঘটনায় চাঞ্চল্য

হোগলবাড়িয়া থানার পুলিশ নদিয়ার জয়রামপুর গ্রামে গাঁজা গাছ কেটে পুড়িয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আইনত অপরাধ হিসাবে গাঁজা গাছগুলি নষ্ট করে। গ্রামবাসীরা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

author-image
Jaita Chowdhury
New Update
কনকনগরে ৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত

নিজস্ব সংবাদদাতা: নদীয়ার হোগলবাড়িয়া থানার পুলিশ কাটলো একাধিক বাড়ির গাঁজা গাছ উদ্ধার। 

নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার অধীন জয়রামপুর গ্রামের একাধিক বাড়ির গাঁজা গাছ কাটল হোগলবাড়িয়া থানার পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জয়রামপুর গ্রামে অভিযান চালায়।

 

পুলিশ সূত্রে খবর, পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাড়ির আনাচে কানাচে লাগিয়েছিল গাঁজা গাছ সেই গাঁজা গাছ কেটে দিল ওই থানার পুলিশ। হোগলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মন্ডল আজ এই অভিযান করেন। তিনি গ্রামবাসীকে বলেন যে গাঁজা গাছ লাগানো আইনত অপরাধ তাই তিনি নির্দেশ দেন ওইসব গাঁজা গাছগুলি কেটে ফেলার। গাজা গাছগুলি কেটে ফেলে আগুনে পুড়িয়ে দেন গ্রামের মধ্যে । গ্রামবাসীরা এই দেখতে ভিড় জমান গ্রামে। হগল বাড়িয়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।