/anm-bengali/media/media_files/2025/11/23/screenshot-2025-11-23-81-am-2025-11-23-08-45-22.png)
নিজস্ব সংবাদদাতা: দায়িত্ব গ্রহণের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের গভর্নর সি. ভি. আনন্দ বোস শুক্রবার কলকাতার রাজভবনে আয়োজন করেন একটি বিশেষ যোগ সচেতনতা কর্মসূচি। রাজভবনের লনে গভর্নর নিজে বিভিন্ন আসন প্রদর্শন করে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন।
/anm-bengali/media/post_attachments/c36c17fe-6d8.png)
এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্তারা, শিক্ষার্থীরা এবং বিভিন্ন অতিথি অংশ নেন। গভর্নর বলেন, “যোগ শুধু শরীরচর্চা নয়, এটি মানসিক শান্তি ও সুস্থতার পথ।” তিনি আরও জানান, মানুষের জীবনযাত্রায় যোগকে অন্তর্ভুক্ত করা সমাজকে আরও স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করবে। রাজভবনের এই উদ্যোগে অংশগ্রহণকারীরা যোগের গুরুত্ব সম্পর্কে সচেতন হন এবং দিনের শুরু হয় স্বাস্থ্য ও ইতিবাচকতার বার্তা নিয়ে।
#WATCH | West Bengal Governor CV Ananda Bose performs Yoga as he hosts Yoga Awareness Program at Kolkata's Raj Bhavan on completing 3rd year in office. pic.twitter.com/f2QKvZGfh6
— ANI (@ANI) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us