নিজস্ব সংবাদদাতা: বৈদিক শাস্ত্রমতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে৷ এর সুফল ও কুফল দুইই গিয়ে পড়ে হয় জাতক-জাতিকাদের উপর৷ ১২ বছর পরে বৃহস্পতি প্রবেশ করেন শুক্রের রাশিতে৷ বৃষতে বৃহস্পতির প্রবেশে চন্দ্রের সঙ্গে রাজযোগ৷ ২২ ডিসেম্বর ২০২৪ চন্দ্রও বৃষতে প্রবেশ করার ফলে দুটি বড় গ্রহের মিলন হলেই আসছে বিশাল অবস্থা৷ গজকেশরী রাজযোগের ফলে ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতি আসতে চলেছে৷
কুম্ভ: এই রাজযোগ রাশির চতুর্থ ঘরে তৈরি হবে৷ হাতে বিশাল অঙ্কের টাকা আসবে৷ পারিবারিক জীবন অত্যন্ত সুখের হবে৷ রিয়েল এস্টেট, সম্পত্তি, জমি, জায়গা সংক্রান্ত নানান সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। বাড়ি, গাড়ি কিনতেও পারেন। জমি সংক্রান্ত বিষয়ে ভাল কিছু হাতে আসতে পারে।
মেষ: এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আনন্দ আসছে৷ হঠাৎ করে হাতে টাকা পয়সা আসবে৷ চাকরি ও ব্যবসা বাণিজ্য এই মুহূর্তে ভাল ফল আনবে। ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারেন৷ হঠাৎ সুখের আসবে জাতক-জাতিকাদের জীবনে৷
কন্যা: জাতক-জাতিকাদের জন্য গজকেশরী রাজযোগ বিশাল উন্নতি আনছে৷ কুষ্ঠির নবম ঘরে তৈরী হতে চলেছে৷ কেরিয়ারের জন্য ভালো সময় আসছে৷ ধার্মিক ও মাঙ্গলিক কাজ ভালোভাবে হবে৷ আর্থিক উন্নতি হবেই।